নিজেস্ব প্রতিবেদক: সিলেটের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ইউএসওস'র আয়োজনে ৪৫টি শিক্ষাপ্রতিষ্টান ও ১৫টি সামাজিক সংগঠন থেকে প্রায় ১৭২জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ভলেন্টিয়ার সাবমিট ২০২৪ সম্পন্ন হয়েছে।
শনিবার (২১শে ডিসেম্বর) বেলা ২ঘটিকায় সিলেট নগরীস্থ অভিজাত হোটেলে ইউএসওস'র সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হুসেন ও সাংগঠনিক সম্পাদক নাহিদ আল মামুনের যৌথ সঞ্চালনায় ভলেন্টিয়ার সমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের রসায়ন বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মুহাম্মদ শাহাদাত হুসেন চৌধুরী।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন সিলেট জেলা শাখা'র সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ইউপিজি'র লিডার হাবিবুর রহমান মাসরুর, ডা. খলিলুর রহমান, বাংলাদেশ স্কাউট সিলেট রেলওয়ে জেলার প্রতিষ্ঠাতা সম্পাদক আনিসুর রহমান এহিয়া, সিলেট জেলা মুক্ত রোভারের সম্পাদক তোফায়েল আহমদ তুহিন, আরাতিফের কো-অর্ডিনেটর সাজিদুর রহমান, ইউএসওস'র কো-ফাউন্ডার জামিল করিম, প্রমুখ।
এদিকে ইচ্ছাপূরণ, স্কাউট, রেড ক্রিসেন্ট, ক্লিন সিটি, জননী ফাউন্ডেশন, তালুকদার পাড়া যুব কল্যাণ সংস্থা, ক্যারিয়ার ক্লাব, ইয়ুথনেট গ্লোবাল, চেইঞ্জ বাংলাদেশ ও জাস্ট হেল্প ফাউন্ডেশনের শতাধিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঐদিকে ইউএসওস'র সামাজিক কার্যক্রমগুলো ১২ই জানুয়ারি ২০২০ সালের থেকে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে স্বেচ্ছাসেবী কাজ পরিচালনা করে যাচ্ছে। ভলেন্টিয়ার সমর্পণে ভলেন্টিয়ারিজমকে জনপ্রিয়করণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে পারস্পরিক নেটওয়ার্ক গঠনের উদ্দেশ্যে আয়োজিত হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।