
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
আন্তঃজেলা ডাকাত সর্দার ইদ্রিস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের চলিতারবাক গ্রামের রোয়াব আলীর পুত্র। ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম, এএসআই মিজানুর রহমান, সুমন চন্দ্র গোপ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট দক্ষিণ সুরমা থানাধীন ধরিয়াশাহ মাজার সংলগ্ন ফেরীঘাট এলাকা থেকে রবিবার (২৯ আগস্ট) গভীর রাতে তাকে গ্রেফতার করেন। ডাকাত ইদ্রিস আলীর বিরুদ্ধে অস্ত্র , ডাকাতি, বিস্ফোরক মামলাসহ ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন , ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের দিক নির্দেশনায় তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১৪টি মামলার আসামি ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়।##
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।