


স্টাফ রিপোর্টার: সিলেট শহরে আল্লামা সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত ছাত্রশিবির নেতা ফায়েজ।
শুক্রবার (৩ই সেপ্টেম্বর) বিকালে শহরের প্রাণকেন্দ্র টিলাগড়স্থ এমসি কলেজ গেইট প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর শীর্ষনেতা আল্লামা দেলোয়ার হেসাইন সাঈদীর মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল চলাকালীন অবস্থায় পুলিশের লাঠিচার্জের ছাত্রশিবির কর্মী আহতের অভিযোগ উঠেছে।
স্থানীয় সুত্রে জানায়, মিছিল চলাকালীন অবস্থায় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়। তাছাড়া ছাত্রলীগের নেতারা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। হামলায় এমসি কলেজ ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফয়েজ আহমদ গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি মেডিকেল ভর্তি করা হয়েছে।
ঐদিকে সন্ধ্যায় ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা মোঃ ফয়েজ আহমদের বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও পরিবারের সদস্যদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে, হামলাকারীদের বিরুদ্ধে থানায় একাধিক বার অভিযোগ করলে পুলিশ অভিযোগটি গ্রহণ করছে বলে জানায় ফয়েজে’র পরিবার এবং তারা মনে করেন পুলিশ ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপারে রহস্যজনক ভূমিকা পালন করছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

