শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সিলেটে মোবাইল সাংবাদিকতা’র কর্মশালা ও সনদ বিতরণ। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সিলেটে ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন ও সিলেট মিডিয়া ইন্সটিটিউটের আয়োজনে মোজো এক্সপার্ট প্রশিক্ষকদের মাধ্যমে দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা ও ডিজিটাল স্টোরিটেলিং প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারী) এই কর্মশালা সিলেট নগরীর হোটেল ইস্তাম্বুলে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই -এর সিলেট প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ও মোজো এক্সপার্ট সাদিকুর রহমান সাকির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত মোজো এক্সপার্টরা শতাধিক প্রশিক্ষণার্থীদের মোবাইল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্ল্যাটফর্মের জন্য সংবাদ তৈরির পাশাপাশি ডিজিটাল কনটেন্ট নির্মাণের কলাকৌশল নিয়ে আলোচনা করেন। এই আয়োজন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলতে থাকে।

প্রশিক্ষণ কর্মশালাটিতে অংশগ্রহণকারীদের মোবাইল সাংবাদিকতায় শক্ত ভিতগড়ে তোলার পাশাপাশি; ফ্রেমিং, গল্প বলার কৌশল, সম্পাদনা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কার্যকরভাবে ব্যবহারকরার মতো প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মোজো এক্সপার্টরা আলোচনা করেন।

সাংবাদিকদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে মোবাইল সাংবাদিকতার ব্যাপ্তি বেড়েছে। তাই এমন প্রশিক্ষণকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন বক্তারা।

এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভি’র সিলেট ব্যুরো প্রধান আল-আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট ভিউ ও বাংলা ভিউ এর সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী, ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট যুক্তরাজ্য প্রবাসী সাদেক, ইমজার সাবেক সভাপতি ও ভয়েস অব সিলেট এর এডিটর মঈন উদ্দিন মঞ্জু, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা ও উইমেন্স জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট এর সভাপতি বিশিষ্ট নারী সাংবাদিক সুবর্ণা হামিদ।

আরও উপস্থিত ছিলেন, ওসমানী নগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ ভিপি মুছা, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন চৌধুরী প্রমুখ।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656