


শহিদুল ইসলাম রেদুয়ান : প্রচীনতম দ্বীনি বিদ্যাপীঠ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহ্দুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজ প্রাক্তন অধ্যক্ষ এ এস এম শাব্বির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মো. দিদার চৌধুরী, শিক্ষক পরিষদ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. ফজলুল রহমান চৌধুরী, আলিম ১ম বর্ষ ভর্তি কমিটির আহ্বায়ক ড. মো. বায়েজিদ আলম প্রমুখ ।
আলোচকরা বলেন, নবীন শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও নৈতিকতার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তাঁরা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করে সমাজে নেতৃত্বদানের আহ্বান জানান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় নবীনবরণ অনুষ্ঠান।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

