
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৬৬৫ জনের শরীরের নমুনা পরীক্ষায় ৪৬৭ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। শনাক্তের হার ২৭.৪০%। শনাক্তদের মধ্যে সিলেটের ৩০৫ জন, সুনামগঞ্জের ৪০ জন, হবিগঞ্জের ৪১ জন ও মৌলভীবাজারের ৮১ জন রয়েছেন।সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন করোনা রোগী ও সুস্থ হয়েছেন ১১১ জন।
শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা মোট ৬২ হাজার ৬২৩ জন। আর মারা গেছেন ১১৯৮ জন এবং সুস্থ হয়ে ওঠেছেন ৫১ হাজার ৩৮০ জন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।