শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সিলেট কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে যুবকের আত্মহত্যা।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

সিলেট কেন্দ্রীয় কারাগারে ফজলে আমিন (৫৮) নামের এক হত্যা মামলার আসামি আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মারা যাওয়া ফজলে আমিন সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের দৃমন খানের ছেলে।

শুক্রবার বিকালে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টার সময় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারা সূত্র জানায়, ফজলে আমিনকে গত ৩ আগস্ট সুনামগঞ্জ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তার মানসিক অবস্থা খারাপ থাকায় তাকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়।

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘শুক্রবার বিকালে ফজল আমিন নামের ওই হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656