শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সুখ স্মৃতি- মাহমুদ বিন মান উল্লাহ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

কেনো জানিনা আজকাল বাবার কথা ঘনঘন মনে পড়ছে। কত-দিন গত-হল বাবাকে দেখি না।বাবাই যে ছিলেন মোর একমাত্র সুখের সম্বল। দুঃখে পরম বন্ধু। যখনই স্বপ্নভঙ্গের কোন মোড়ে দাঁড়াই অথবা প্রাপ্তির কোন সুখে তখন খুব মনে পড়ে বাবা তোমায়।

যখন তোমার বুকে মাথা রাখতাম, মনে হতো পৃথিবীর সব সুখ তোমার বুকে জমে আছে। আমি ভাবতাম, তুমিই পৃথিবীর সব সুখ কিনে নিয়েছো। আদর, স্নেহ, মায়া মমতার এক বিশাল আকাশ ছিলে তুমি। আজ তুমিহীন আমি বড্ড একা বাবা। আজ তোমার ভালোবাসা কোথাও খুঁজে পাই না। তোমার মত কেউ আর মাথায় হাত বুলিয়ে দেয় না।

তোমার মত কেউ আর বলে না সাবধানে থাকিস বাবা। কেউ আর বারিন্দায় দাঁড়িয়ে তোমার মত অপেক্ষা করে না। তোমার সব নসিহত মনে করে করে খুব কাঁদি। বিষাদে ভরা মন আমার বারবার তোমাকেই খুঁজে ফিরে বাবা। এখন তুমি নেই তবু তোমার ইচ্ছের পথ ধরে আমি হাঁটি আর ভাবি তোমার ভালোবাসা আমার সাথী হয়ে আছে হরহামেশাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656