শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সুনামগঞ্জের ইতিহাসে নতুন মাইলফলক এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন!

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১০০৭ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন:::’অদ্য ১২ সেপ্টেম্বর রবিবার বেলা ৩টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ’র এর অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে এমবিবিএস কোর্স (২০২০-২০২১) শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

সুনামগঞ্জ ওরিয়েন্টেশনে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ মনোজিৎ মজুমদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) ডাঃ হিমাংশু লাল রায়, সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ শামসুদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী,প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমাদের নিজেদের জীবনকে আলোকিত করতে তোমার শ্রম দিতে দিতে হবে, নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। মানুষের সেবাই হোক তোমাদের মূল লক্ষ্য।

এসময় পরিকল্পমান্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ও মেডিকেলের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656