আমি নিম্নস্বাক্ষরকারী জিল্লুর রহমান ইমন,পিতা: গোলাম জিলানী, মাতা: জোবায়দা খানম, জাতীয় পরিচয় পত্র নং: ৩৭৭৪৫০৭৯৩৭ ঠিকানা (স্থায়ী), গ্রাম- শ্রীনারায়নপুর, ইউনিয়ন/ওয়ার্ড-করিমপুর, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ ও ঠিকানা (বর্তমান)- গ্রাম-শ্রীনারায়নপুর, ইউনিয়ন/ওয়ার্ড-করিমপুর, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, মোবাইল নং-০১৩০৩৩৮৫০৮৩।
এই মর্মে জানাচ্ছি যে, গত রোজ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকার সময় দিরাই থানাধীন করিমপুর ইউনিয়ন/ওয়ার্ড এর শ্রীনারায়নপুর এলাকা থেকে আমার ডকুমেন্ট হারিয়ে গিয়েছে। নিম্নে আমার ডকুমেন্ট এর বিস্তারিত বিবরণ ও ঘটনার বিবরণ প্রদান করা হলো।
আমার ডকুমেন্ট এর বিবরণঃ
ধরণঃ নম্বরপত্র (মার্কশীট)
রেজিষ্টেশন নংঃ 1716591886
প্রতিষ্ঠানের নামঃ রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ
শিক্ষার্থীর নামঃ জিল্লুর রহমান ইমন
মাতার নামঃ জোবায়দা খানম
ফলাফলঃ 3.00
শ্রেনীঃ দশম
বিভাগ/গ্রুপঃ মানবিক
জন্মতারিখঃ ২৮ জুন, ২০০৪
মার্কশীট ক্রমিক নংঃ শিক্ষাবর্ষ
পিতার নামঃ গোলাম জিলানী
ঠিকানাঃ শ্রীনারায়ণপুর
শিক্ষার্থী/পরীক্ষার্থীর ধরন
এসএসসি ২০১৮-২০১৯
মার্কশীট ক্রমিক নংঃ ২২৪৭৯৮৮
রেজিষ্ট্রেশন নংঃ ১৭১৬৫৯১৮৮৬
ঘটনার বিবরণ:
বর্ণিত নম্বরপত্র (মার্কশীট)টি শ্রীনারায়নপুর থেকে দিরাই বাজারে ভিতরে নিজের অজান্তে হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে।
বিনীত
জিল্লুর রহমান ইমন মোবাইল-০১৩০৩৩৮৫০৮৩
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।