শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জের পাখিমারা হাওড়ে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ প্রতিযোগিতা

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৭২ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

গ্রাম বাংলার অন্যতম উৎসব হলো নৌকাবাইছ প্রতিযোগিতা, হাওড়অঞ্চল সুনামগঞ্জের ঐতিহ্য ঠিক রাখতে নৌকাবাইছ প্রতিযোগিতার আয়োজন করে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নবাসী, এতে ১৬ টি নৌকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

এই সময় পরিকল্পনামন্ত্রী বলেন আবহমান কাল থেকেই গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। মানুষ বর্ষা কালে এই উৎসব মানুষরা উপভোগ করে। আজও লক্ষাধিক নারী পুরুষ প্রখর রোদের মধ্যেই নৌকা বাইচ উপভোগ করলেন।

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, শান্তিগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফারুক আহমদ ইউএনও আনোয়ার উজ জামান, ওসি কাজী মোক্তাদির হোসেন।

এছাড়া উপস্তিত ছিলেন জগন্নাথপুর উপজেলার আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656