
দিরাই উপজেলা প্রতিনিধিঃ
যেখানেই বিপর্যয় সেখানেই বাংলাদেশ ছাত্রলীগ।সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের তিনটি পরিবারে আগুন লেগে তাদের সম্পূর্ণ ঘরবাড়ি পুড়ে যায়, ধান, চাল মালামাল, পুড়ে ছাড়কখার হয়ে যায়।
বাংলাদেশ ছাত্রলীগে সহ-সম্পাদক ওয়াসিম আকরাম সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় কে ফোন করে ঘটনার বিবরণ দিলে,তিনি বিস্তারিত ঘটনা শুনে তাদের পাশে দাড়াবেন বলে আশ্বস্ত করেন । আজ ওয়াসিম আকরামের কাছে বিশ হাজার টাকা পাঠান। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য চাল, ডাল, আলু, মুড়ি, তেল, শাড়ি, লুঙ্গী, কিনে পুড়ে যাওয়া নিঃস্ব পড়িবার গুলোকে তিনি দিয়ে আসেন। ওয়াসিম আকরাম আরো বলেন
আপনরা যারা বিত্তবান আছেন আপনারাও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাড়ান।এছাড়াও উপস্থিত ছিলেন কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ,সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জাহিদ নুর ইসলাম,শাল্লা উপজেলা ছাত্রলীগ নেতা পংকজ,ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা লিংকন আহমেদ,শাল্লা কলেজ ছাত্রলীগ নেতা আদির আহমেদ জজ,চড়নারচর ছাত্রলীগ নেতা মইনুল ইসলাম প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।