শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সুনামগঞ্জের সীমান্তে পূজা বিসর্জনে নিরাপত্তায় বিজিবি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

একে মিলন সুনামগঞ্জ থেকে : শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সীমান্তে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধিতে সীমান্তবর্তী এলাকার পূজা বিসর্জন গুলোতে কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জ।

রবিবার সকালে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে দূর্গা পূজার বিসর্জনে আনন্দ উৎসবে মেতেছিল মানুষ। বিজিবি”র লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির এর উপস্থিতি ও তাদের কড়া নজরদারিতে কাইতকোনা, কাশিপুর, আমড়া পাড়া পূজা মণ্ডপে বসেছিল মিলন মেলা। বিজয়া আনন্দে তাঁরা অটুট ছিল। তবে দুপুর ঘনিয়ে আসার আগেই পূজা বিসর্জন হলে শেষ হয় এ মিলন মেলা। উল্লেখ্য এ বছর জেলার বিভিন্ন সীমান্তে ২০টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হলে শান্তিপূর্ণভাবে বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656