শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে নাগরিক তথ্য অধিকার ফোরামের উদ্যোগে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উদযাপন করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শাপলা চত্বরে আলোচনা সভার মাধ্যমে জনগণকে তথ্য অধিকার বিষয়ে সচেতন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, তথ্য অধিকার সঠিকভাবে কার্যকর হলে জনগণ সরকারি ও বেসরকারি সেবা সহজে পাবে, পরিবেশ সংরক্ষণে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। তারা তথ্য অধিকারকে গণতান্ত্রিক অধিকার এবং টেকসই উন্নয়নের অপরিহার্য হাতিয়ার হিসেবে অভিহিত করেন।

এছাড়া বক্তারা তথ্য কমিশনের সংস্কারের মাধ্যমে আইনটি জনকল্যাণে ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান, যাতে প্রান্তিক জনগোষ্ঠীও এই আইনের মাধ্যমে তাদের প্রাপ্য সেবা পেতে পারে। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন শাহ্ কামাল, ওবায়দুল হক মিলন, রাজু আহমেদ, ওবায়দুল মুন্সী, মোজাহিদুল ইসলাম মজনু, সুহেল আলম, মিজানুল হক সরকার, নুরুজ্জামান জুয়েল, আরিফুজ্জামান রিপন, শফিউল আলম, মাইনুদ্দিন, শাহ মোশাহিদ আলম ফয়সল, মিজানুর রহমান, দবির মিয়া ও আফজাল হোসেন আবু তাহের নাইম প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656