সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক এম.আতাউর রহমান স্বপন এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা এনসিপি'র আয়োজনে শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য এনসিপির নেতা আতাউর রহমান স্বপন বলেন, গত ১০ ই সেপ্টেম্বর বিভিন্ন প্রিন্ট ও ইরেকট্রনিক মিডিয়ায় আমাকে জড়িয়ে দোয়ারাবাজার এলাকার চকবাজারের নৌকা ঘাট দখল নিয়ে আজগুবি সংবাদ প্রকাশ হয়েছে। যার সাথে আমার কোন আদো সম্পর্ক নেই। চকবাজারের অস্থায়ী নৌকা ঘাট উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কিছু শর্তসাপেক্ষে আমার এলাকার কয়েকজনকে নৌকা ঘাট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগের ফরিদ আহমেদ তারেক একাধিকবার এই নৌকা ঘাটটির বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু এ বিষয়ে আমি তাকে ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করতে বলি। এই কারণে তিনি ক্ষুব্ধ হয়ে সুনামগঞ্জ জেলার এনসিপির প্রধান সমন্বয়েকার নিকট আমার নামে একটি মিথ্যা বানোয়াট চাঁদাবাজির অভিযোগ দাখিল করে। এই ফরিদ আহমেদ তারেক বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন প্রশাসনের কোন অনুমতি ছাড়াই এই নৌকা ঘাটটি দখলে রেখেছিল । তারা ভূমি দখল সংক্রান্ত বিষয়ে মিথ্যা বানোয়াট অভিযোগও করে আমার বিরুদ্ধে। চকবাজারে ক্ষয়কৃত আমার রেকর্ড মূলে ৪ শতাংশ জমি রয়েছে । ওই জমিতে মানবিক কারণে দুটি পক্ষকে আমার জায়গায় আমি থাকতে দিয়েছি। এই পক্ষগুলো একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। কিছুদিন পূর্বে আমি পাকা ঘর নির্মাণের জন্য তাদেরকে আমার জায়গা ছেড়ে দিতে বলি। এর মধ্যে এক পক্ষ চলে যেতে রাজি হলেও অন্য পক্ষ নাসির সে যাবে না বলে জানায়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমেদের সাথে তার ভাই কালাম ও ভাতিজা জুয়েল সহ আরো কিছু ভাই ভাতিজা ও অনুগত লোক নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ভাবে চকবাজারে মানববন্ধন করে। এসব মিথ্যা কল্পকাহিনী ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়ে সত্য প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তিনি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।