শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে এমপি পদপ্রার্থী তিমন চৌধুরী’র মোটর শোভাযাত্রা 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

একে মিলন সুনামগঞ্জ থেকে :সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী শওগাত উসমানী তিমন চৌধুরী নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

’বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের মল্লিক পুর এলাকা থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয় এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রাকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক এম এস মাসুম আহমেদ, মোশাররফ হোসেন শান্ত, মোজাহিদ আলী খোকন, সংগঠনের সদর উপজেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

শোভাযাত্রা চলাকালে গণঅধিকার পরিষদের প্রার্থী তিমন চৌধুরী বলেন, ‘গণঅধিকার পরিষদ কোনো সুবিধাভোগী দলের বিকল্প নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে আসা একটি শক্তি। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার পায়, কর্মসংস্থান পায়, নিরাপত্তা পায়-সেটাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘এই নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। সুনামগঞ্জবাসী এবার প্রমাণ করবে, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই এবার পরিবর্তনের সূচনা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656