সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগরে পুকুর থেকে জড়ো হওয়া হাঁসের পাল তাড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঝগড়াঝাটি, পরে ছুরিকাঘাতে রঞ্জিত দাস (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গ্রামের জয় কুমার দাসের ছেলে ও স্থানীয় একটি ইটখলার শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও নিহত পরিবার জানায়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের পুকুর থেকে হাঁসের পাল তাড়িয়ে দিচ্ছিলেন রঞ্জিত দাস । এনিয়ে হাঁসের মালিক প্রতিবেশী অধীর দাসের ছেলে অজিত দাসের সাথে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এসময় অজিত দাস ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুরি দিয়ে রঞ্জিত দাসের পেটে খাই দিলে ঘটনাস্থলেই খুন হন রঞ্জিত দাস। এসময় স্থানীয়দের শোরগুলে পালিয়ে যায় ঘাতক অজিত দাস। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতলে মর্গে পাঠিয়েছে পুলিশ।
এই ঘটনায় অভিযান চালিয়ে ঘাতক অজিত দাসকে গ্রেফতারের করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বম্ভপুর থানার ওসি শ্যামল বণিক।
নিহতের ঘটনায় ঘাতক অজিত দাসের দৃষ্টান্ত শাস্তি দাবি করেছে নিহতের পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরর প্রস্ততি চলছে বলে জানিয়েছেন নিহত রঞ্জিতের পিতা জয় কুমার দাস।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।