বিশেষ প্রতিনিধি:- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করছে যুবদল।
রোববার (১৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে খামারখাল এলাকায় যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই যুবদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনসার উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট.মামুনুর রশিদ কয়েস প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পুলিশ আর জেলের ভয় দেখিয়ে বিএনপি, যুবদলের নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবেনা। দ্রব্য মূল্যর উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ পথে বসে যাচ্ছে। অবৈধ স্বৈরাচারী সরকার বলে তারা উন্নয়ন করছে এই তার নমুনা। তারা ভুয়া প্রকল্প বানিয়ে শুধু টাকা লুট করে বিদেশে পাচার করছে। এই সরকারকে আন্দোলনের মাধ্যমেই পতন ঘটানো হবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।