নিজেস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িক সম্প্রীতিরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ততা ও জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়ন কল্পে সুনামগঞ্জ জেলায় নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত।
শনিবার (১০ই ফেব্রুয়ারি) ২০২৪ খ্রিস্টাব্দ সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়ন প্রকল্পে সুনামগঞ্জ জেলায় নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত হয়।
সভায় রূপান্তর -এর সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু'র সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক সঞ্চিতা চৌধুরী। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, জন-উদ্যোগের আহবায়ক রমেন্দ্র কুমার দে, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচায, নির্বাহী পরিচালক সুজন নির্মল ভট্টাচায,জাহানারা বেগম,সুবিমল চক্রবর্তী, সাজ্জাত হোসেন এবং সভায় স্বাগত বক্তব্য এবং প্রকল্প উপস্থাপনা করেন সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক।
এই প্রকল্প যুবদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, সামাজিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতিরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে। যুবদের সঠিক পথে পরিচালনা,আন্তঃপ্রজন্ম সম্পর্ক উন্নয়ন ও পরামর্শক হিসাবে সমাজের সিনিয়র শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবক, সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মীদের নিয়ে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্চিতা চৌধুরীকে কে আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব জাহাঙ্গীর আলম কে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।