রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করলো ছাত্রলীগ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

ইফতিয়াজ সুমন

সুনামগঞ্জ প্রতিনিধি: চলমান অবরোধ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাসে পড়া শ্রমজীবী মানুষের মাঝে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।

কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে শাক-সবজি কিনে তা কম দামে বিক্রির ব্যবস্থা করেছে তারা। এর মাধ্যমে সাধারণ ভোক্তারা সঠিক দামে সবজি কেনার সুযোগ পাচ্ছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের বিজ্ঞান বিষয় সম্পাদক আশিকুর রহমান সাগর বলেন, সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণীর মানুষ নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই আয়োজন।

তিনি আরও বলেন, উৎপাদিত শাক-সবজি সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয়েছে। কৃষকরা যেমন ন্যায্যমূল্য পাচ্ছেন ঠিক তেমনি সঠিক দামে ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে এসব সবজি বিক্রি করছেন। মূলত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। সবজির বাজারে অস্থিতিশীলতা কাটাতে ছাত্রলীগের সুলভ মূল্যে সবজি বিক্রয় ও অসহায় মানুষের মধ্যে সবজি বিতরণের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656