


সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ইকবালনগরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৎ ছেলে ও স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন এক কুয়েত প্রবাসী মা।
নিজের জীবনের নিরাপত্তা ও জমির সুরক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে শুক্রবার বিকেল ৪টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ছাফা মোহাম্মদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন কুয়েতে থাকার পর প্রায় তিন মাস আগে দেশে ফেরার পর থেকেই তার উপর চাপ, হুমকি ও হয়রানি শুরু হয়। ইকবালনগরে বার্ড চক্ষু হাসপাতালের দক্ষিণ পাশে নিজ মালিকানাধীন জমিতে থাকা বসতঘরটি মেরামতের উদ্যোগ নিলে স্বামী মো. সুহেল আহমদ, স্বামীর প্রথম স্ত্রীর সন্তান মো. খোকন মিয়া ও বাড়ির কেয়ারটেকার একত্রে বাধা প্রদান করেন। পরবর্তীতে ১০ ডিসেম্বর বসতঘর মেরামতের কাজে গেলে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে বাড়িতে আটকে রেখে প্রায় পাঁচ-ছয় ঘণ্টা ধরে মারধর ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি। এ সময় মামলা না করার জন্য প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ঘটনার পর তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে স্বামী ও সৎ ছেলে ক্ষিপ্ত হয়ে তার জমি নিজেদের নামে দলিল করতে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেন ছাফা মোহাম্মদ। তিনি জানান, ৯৫ শতকের মধ্যে আগেই ৩০ শতক সৎ ছেলেকে দেওয়ার পরও বিভিন্ন কৌশলে আরও জমি নেওয়ার চেষ্টা চলছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাইয়ের মেয়ে রুনা বেগম। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।ছাফা মোহাম্মদ নিজের জমি ও জীবন রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

