


বিশুদ্ধ খাবার সরবরাহের শ্লোগান নিয়ে সুনামগঞ্জে বনফুল এন্ড কোম্পানীর ২য় শোরুমের উদ্বোধন হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌরসভার কাজিরপয়েন্ট আবাসিক এলাকায় ফিতা কেটে কোম্পানীর ২য় শোরুমের উদ্বোধন করেছেন বনফুল এন্ড কোম্পানীর ডিজিএম মো.আব্দুল হক।
কোম্পানীর ম্যানাজার সেলিম উদ্দিন (কিষোয়ান) এর সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এজিএম মো.জামশেদ উদ্দিন,পিপলু বড়ুয়া,ব্যবসায়ী কাজী জাহান,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল,দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী, কোম্পানীর সিনিয়র অফিসার মো.ইউসুফ আলী, ম্যানাজার আব্দুল মজিদ,সাইফুল ইসলাম,পরিদর্শক আলমগীর হোসেন,নাহিদ চৌধুরী,রিদোয়ান লাভলু ও পরিবেশক (কিষোয়ান) আব্দুল জলিল বক্স প্রমুখ।
পরে প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

