
সুনামগঞ্জ সদর প্রতিনিধি।
শরিফ উদ্দিন: সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর কাঠইর বেইলি ব্রিজের নিচে নৌকায় বিদ্যুৎের লাইন স্পর্শ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক নামে ১ যুবক নিখোঁজ, এবং আরোও ১ যুবক আহতের খবর পাওয়া গেছে।
আজ সকালে মদনপুর -কাঠইর বেইলি ব্রিজের নিচ দিয়ে নৌকা দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করে ঝরে ছিঁড়ে পরে থাকা বিদ্যুতের তার নৌকার সংস্পর্শে আসলে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, নৌকায় থাকা অবস্থায় একজন যুবক আহত হন। আর মোবারক নামে আরেক যুবক বিদ্যুৎপৃষ্টে হয়ে নদীর পানিতে পড়ে যায়।বর্তমানে নিখোঁজ যুবকে উদ্ধার করা চেষ্ট চলছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।