
সুনামগঞ্জ প্রতিনিধি
বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহ উপলক্ষ্যে সুনামগঞ্জে সপ্তাহব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
৪অক্টোবর (সোমবার) সকালে সার্কিট হাউজে এক আলোচনা সভায় এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল বর্মণের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) বিজন সংহের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রক অফিসার জাহিদুল হাসান, জেলা প্রতিবন্দ্বী সেবা কেন্দ্রের চিকিৎসক তানজিল হক প্রমুখ।
শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। এসময় শিশু অধিকার সপ্তাহে গান, নাচ,চিত্রাঙ্কনসহ সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।