
তৈয়বুর রহমান
স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ের ষড়যন্ত্র এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,সুনামগঞ্জ শাখা।
২৬ আগস্ট (সোমবার) সুনামগঞ্জের ঐতিহ্যে যাদুঘর সংলগ্ন শাপলা চত্বর থেকে প্রতিবাদ মিছিল বের করেন তাঁরা। প্রতিবাদ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সমস্বরে বলতে থাকেন 'ভারত যাদের মামার বাড়ি/বাংলা ছাড় তাড়াতাড়ি, ভারতের দালালেরা হুসিয়ার সাবধান এরকম নানা রকম স্লোগান দিয়ে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এসে সমবেত হোন।
এ সময় সমসাময়িক বিষয়কে উপজীব্য করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন,আমরা ক্যাম্পাসে ফিরে গিয়েছি এর মানে এই নয় রাজপথ ছেড়ে দিয়েছি।আমাদের কেউ ধমিয়ে রাখতে পারবেনা।ছাত্রলীগ, যুবলীগ,আওয়ামীলীগ আমাদের কাছে কিছুই না।দেশের স্বার্থে সব সময় আমরা জীবন দিতে প্রস্তুত।
গতকাল ২৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর আনসার বাহিনীর হামলার নিন্দা জানিয়ে তাঁরা বলেন, ছাত্রদের শরীরে কেউ টাচ করার সাহস করবেন না।নইলে পরিণতি ভালো হবেনা।আমরা মাঠ ছাড়িনি,আমরা মাঠে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব।বক্তারা সাম্প্রতিক বন্যায় নিহত ও ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সহমত প্রকাশ করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।