শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সুনামগঞ্জে ভুয়া ব্যবসায় কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ৬

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জে পেয়াজ-রসুনের পাইকারি ব্যবসার আড়ালে কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৯, সিপিসি-৩ এর একটি দল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সহযোগিতা করে র‌্যাব-১৩ এর সদস্যরাও।

গ্রেপ্তাররা হলেন— রফিকুল ইসলাম সোহেল, তার স্ত্রী নারগিস আক্তার, শাহানা পারভীন, মশিউর রহমান, শফিউর রহমান ও রিনা আক্তার। তারা সবাই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

‘মেসার্স আব্দুল্লাহ বানিজ্যালয়’ নামে ভুয়া ব্যবসা খুলে তারা বাজারদরের চেয়ে কম দামে পণ্য বিক্রি করে ব্যবসায়ীদের আস্থা অর্জন করেছিল। পরে বড় চালানের অর্ডারের নামে কোটি টাকার বেশি নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656