শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জে মেম্বার কাপ-২৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মুগাইপাড় স্পোর্টিং ক্লাব

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

শাহ আলম 

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ (সিজন-৪)। জনপ্রতিনিধি মোঃ আলমাছ উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে ক্রীড়াপ্রেমীদের জন্য এক উৎসবমুখর আয়োজন।

নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এই ফুটবল উৎসবে অংশ নেয় ৭টি পাড়া-মহল্লার স্পোর্টিং ক্লাব—খাসপাড়া, কাশ্মীরপাড়া, মুগাইপাড়া, কান্দাপাড়া, কামারভিটা, গুচ্ছগ্রাম এবং ভৈরব হাটি। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিটি খেলায় দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

চূড়ান্ত খেলায় কাশ্মীরপাড়া স্পোর্টিং ক্লাবকে ১-০ ব্যবধানে পরাজিত করে মুগাইপাড় স্পোর্টিং ক্লাব এবারের মেম্বার কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো ম্যাচে তারা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ছাগল (খাসি) তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু হানিফ ও মোঃ আবু সুফিয়ান। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক দলের খেলোয়াড়দের মাঝে টি-শার্ট ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করেন আয়োজক মোঃ আলমাছ উদ্দিন শিপু।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656