


এম আর সজিব: নতুন বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার দাবীতে সুনামগঞ্জ যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা ও আগামী ১৯ই অক্টোবর সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাস [রহ.] -এর জীবন ও কর্ম শীর্ষক স্বরণ সভা আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ই অক্টোবর) সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি হল রুমে জেলা যুব জমিয়তের আহবায়ক মাও এরশাদ খান আল-হাবিব’র সভাপতিত্বে ও জেলা যুব জমিয়তের সদস্য সচিব মাও ছালিক আহমেদ ও মারজান আহমদে’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জননেতা সৈয়দ তালহা আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রশিদ আহমদ, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা হোসাইন আহমদ, সাবেক সভাপতি এম আব্দুল হাফিজ,যুব বিষয়ক সম্পাদক এম শাহীনূর রহমান শাহীন, আহবায়ক মুহাম্মদ সুহাইল, শান্তিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মোঃ শহীদুর রহমান, সদর উপজেলার আহব্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, সুনামগঞ্জ সদর উপজেলার সদস্য সচিব কে এম আহমেদ কবির প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

