সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৬:০১ পি.এম
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত
আব্দুল সুবহান
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলা প্রশাসনের জারিকারক মো. জুয়েল মিয়া (৪০) ও মো. সবদর আলী (৩৮)। জুয়েল মিয়ার বাড়ি দোয়ারাবাজার উপজেলার গোপালপুর গ্রামে এবং সবদর আলীর বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের ময়নার পয়েন্ট এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কাজের অংশ হিসেবে দুজন মোটরসাইকেলে করে জগন্নাথপুর উপজেলায় যাচ্ছিলেন। পথে জয়কলস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুয়েল মিয়া মারা যান। গুরুতর আহত সবদর আলীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃষ্টির কারণে সড়ক ছিল পিচ্ছিল। এতে মোটরসাইকেল বা প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বলেন, “দুজন সরকারি কর্মীর মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় জড়িত গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।