শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জে হাওড় জলাশয় সুরক্ষায় নাগরিক মতামত সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জে প্রস্তাবিত হাওড় ও জলাশয় সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন” নাগরিক মতামত ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর শহরেে পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সেমিনারে প্রস্তাবিত হাওড় ও জলাশয় সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনে তৃণমূলের কৃষক ও জেলা সম্প্রদায়ের লোকদের মতামত ও সুপারিশ লিপিবদ্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি করেন সংশ্লিষ্টরা।

সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্যের সভাপতিত্বে ও পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান -এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এলআরডির প্রোগ্রাম ম্যানেজার সানজিদা খান রিপা,আইন বিষয়ে তত্ত্ব উপস্থাপন করেন এএলআরডির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এ.কে.এম বুলবুল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাওড়ের কৃষি ও কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, উন্নয়ন প্রচেষ্টায় মানুষের নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরী, সচেতন নাগরিক কমিটি সহ সভাপতি এডভোকেট খলিলুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাওড় বাচাঁও আনন্দোলন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, আব্দুল বাছির সুজন, সমাজ কর্মী জাহাঙ্গীর আলম, জাহানারা বেগম, আরটিভি জেলা প্রতিনিধি শহিদ নুর আহমদ, মোহনা টিভির বাবু কুলেন্দ শেখর, সাংবাদিক আল-হেলাল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656