
হাওড় বার্তা
বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মোনহরপুর গ্রামে গত রাত ৩ টায় ২ গরু চুরকে আটক করেছে এলাকাবাসী।
স্থানীয়দের সুত্রে জানা যায়, রাত ৩ টায় মোনহরপুর গ্রামের আসকর আলীর ছেলে চাদ মিয়ার ঘর থেকে কয়েকজন গরু চুর তাদের ২ টি গরু বের করে, গরুর শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যাওয়ায় এলাকাবাসীর সহায়তায় তারা ২ গরু চুরকে আটক করে।
আটকৃতরা হলেন, সুনামগঞ্জ পৌরসভার ময়নার পয়েন্টের জমির মিয়ার কলনীর খাইরুল ইসলামের ছেলে মাসুম ও বাধনপাড়া এলাকার সিরাজ মিয়ার মিয়ার পুত্র সাজু মিয়া।এলাকাবাসী তাদেরকে আইনের আওতায় দেওয়া হয়েছে বলে জানান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।