নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার শীর্ষ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খলিল রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও ৪ জন বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির ২০২৩-২০২৪ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করা হলে নির্ধারিত তারিখে ০২ (দুই) জন সহ-সভাপতি পদের বিপরীতে ০২ (দুই) জন প্রার্থী, ০১ (এক) জন সাধারণ সম্পাদক পদের বিপরীতে ০১ (এক) জন প্রার্থী, ০২ (দুই) জন সহ-সাধারণ সম্পাদক পদের বিপরীতে ০১ (এক) জন প্রার্থী ও ০১ (এক) জন কোষাধ্যক্ষ পদের বিপরীতে ০১ (এক) জন প্রার্থী থাকায় এবং উক্ত প্রার্থীদের মনোনয়ন পত্রটি বৈধ বিবেচিত হওয়ায় তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নাম-সহ-সভাপতি সুখেন্দু সেন, মোহাম্মদ শওকত আলী, সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।