
মামুন মুন্সী
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বগুলা রোসমত আলী রামসুন্দর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং পেস্কারগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আরিফুল ইসলাম জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।
কেন্দ্রীয় দপ্তর থেকে গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা এক চিঠিতে তাঁর ওপর থেকে শাস্তিমূলক সিদ্ধান্ত তুলে নিয়ে বিএনপির প্রাথমিক সদস্য পদ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে পূর্বে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর করা আবেদন বিবেচনায় সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি পুনর্বিবেচনা করেন। দলের নীতিমালা অনুসারে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি সুনামগঞ্জ জেলা বিএনপিসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দকে পাঠানো হয়েছে।
এছাড়া চিঠিটি সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সিদ্ধান্তে পুনর্বহালের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।