


হাওড় বার্তা
বিশেষ প্রতিনিধি:- সুনামগঞ্জ সাহিত্য সংসদ ও গণপাঠাগারের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল সুনামগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।সুনামগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান জনাব আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ওবায়দুল মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব পরিমল কান্তি দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত গীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ,সরকারি দিগেন্দ্র বর্মণ কলেজের ইংরেজি প্রভাষক জনাব, মশিউর রহমান,সুনামগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি এ সময়ের ব্যস্ততম তরুণ লেখক শেখ একে এম জাকারিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

