শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সুনামগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের মতবিনিময় সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম:

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির নিজ গ্রাম গোবিন্দগঞ্জ তকিপুরে সর্বস্তরের যুবক ও মুরব্বিয়ানদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার রাত ১০ ঘটিকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আহমদ তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন, “আমি রাজনীতি করি জনগণের কল্যাণে। আগামী দিনে ছাতক-দোয়ারাবাজারবাসীর ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যেতে চাই।”

গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি সিরাজুল ইসলাম, আফতাব আলী, কামাল উদ্দিন, হাজী খলিল মিয়া, হাজী গিয়াস উদ্দিন, মনির উদ্দিন, ফরিদ মিয়া, হাজী আবু সালেখ, সাদক আলী, ব্যবসায়ী ইকবাল মিয়া, জলাল মিয়া, কবির মিয়া, সেলিম মিয়া, হারিছ আলী, আবু সুফিয়ান, সমুজ আলীসহ আরও অনেকে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, ছাতক উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাকির হোসাইন সাঈদ, ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক কে. এম. সুলাইমান আহমদ তালুকদার, ইসলামী যুব মজলিস জেলা সভাপতি কে. এম. মুশাহিদ আলী, হাফিজ মাওলানা উমায়েরুল ইসলাম লস্কর, হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান, ছাত্র মজলিস জেলা সভাপতি এনামুল হক আলী, জহির আহমদ ও তাজিদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656