
আশরাফ হোসাইন
সুবিপ্রবি প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত সংগঠন এক্সটারনাল ক্লাব ঈদুল আযহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের মানুষকে জানিয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় বলা হয়: “ঈদ হলো সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের উৎসব। এক্সটারনাল ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আসুন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানবিক মূল্যবোধে জেগে উঠি। এই ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও সবার জন্য কল্যাণকর।”
এক্সটারনাল ক্লাব বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় ও নবীন সংগঠন, যা বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম ও সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করে আসছে। ঈদ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ঈদ কার্ড বিতরণ, অনলাইন শুভেচ্ছা বার্তা ও ছোট্ট আনন্দ আড্ডার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সবাইকে মানবিক, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।