নিজেস্ব প্রতিবেদক: ইসলামী শাসনামলে থেকে প্রচলিত শহরাঞ্চলের বিভিন্ন স্থানে হত-দরিদ্র ও মুসাফিরদের মাঝে সরাইখানার পরিবেশন করা হত।
ইসলামী শাসনমলের প্রচলিত ধারাবাহিকতা কে বজায় রাখতে দীর্ঘ দিন যাবৎ "সেভ সিলেট" সংগঠনটি সিলেট বিভাগের বিভিন্ন শহরগুলোতে প্রতি সপ্তাহে একদিন সরাইখানায় পরিবেশন করে আসছে।
এই ধারা অব্যাহত রাখতে (শুক্রবার) ২৪শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ। বাদ জুম্মা থেকে সুনামগঞ্জের ছাতক শহরে সরাইখানায়ের আয়োজন করেছে "সেইভ সিলেট" সংগঠনটি। এতে ছাতক শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক মুসাফির, অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।
সারাইখানায় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ব্যবসায়ী মতসিম বিল্লাহ,আলতাফ মিয়া তালুকদার, ইমন মিয়া, ফাবিল আহমেদ পাভেল, রবিন মিয়া, পাভেল আহমেদ, মাহিব আহমদ, প্রমুখ। সারাইখানা পরিচালনা করে সেভ ছাতক সংগঠনের স্বেচ্ছাসেবক সাঈদুর রহমান সাঈদ, জুবায়েদ আহমেদ, হুসাম উদ্দিন, জুনেদ আহমেদ, ময়নুল ইসলাম, শামিম আহমদ সহ আরো অনেক।
পরিশেষে ছাতক বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল লেইস ফারুকী'র মোনাজাত পরিচালনার মাধ্যমে সারাইখানার কার্যক্রম সমাপ্তি হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।