আন্তর্জাতিক ডেস্কঃ ১১ই অক্টোবর (সোমবার) সৌদি আরবের মদিনায় স্থানীয় সময় বিকাল 5 ঘটিকায় আরব সাগর থেকে বরশি দিয়ে ধরা বিশাল আকৃতির এ মাছটি নিয়ে আসে মদিনার সবচেয়ে বড় ফিস মার্কেট হালাকায়,তখন স্থানীয় ফিশ ব্যবসায়ীরা মোসাফির ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল হান্নান মুসাফিরকে খবর দিলে ওনি সেখানে উপস্থিত হন, মাছটি দেখে মোসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন আবদুল হান্নান মোসাফির সাহেবের পছন্দ হই তখন দর দাম করে সৌদি রিয়াল ৪৫০০ টাকায়, বাংলাদেশের টাকার পরিমান প্রায় ১০১,২৫০ টাকা।মাছটির ব্যাপারে উনার কাছ থেকে জানতে চাইলে উনি বললেন, মাছটি দেখে ওনার খুব পছন্দ হয়েছে তাই তিনি সখের বসেই মাছটি কিনে বাসায় নিয়ে আসছেন এবং তিনি এটাও বলেছেন,সকল শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দিয়েই মাছটি পরিবেশন করা হবে।পরিশেষে ওনি সবার কাছে দোয়া চেয়ছেন এবং মোসাফির ফাউন্ডেশনের মাধ্যমে যেন উনি সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।