শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সৌদি আরবে বাসার ছাদ থেকে পরে বাংলাদেশি প্রবাসী’র মৃত্যু। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক প্রতিবেদক : সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে রাশেদ মামুন (২৯) নামের এক বাংলাদেশি প্রবাসী’র মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

নিহত রাশেদ মামুন কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আশরাফজামানের সন্তান।

গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি)সৌদিআরব সময় দুপুর প্রায় ১ টায় সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, মামুন গতকাল মঙ্গলবার সৌদি আরবের পবিত্র মক্কায় নির্মাণাধীন ৩ তলা ভবনের কাজ শেষ করে সৌদি মালিককে বুঝিয়ে দিচ্ছিলেন।তখন হঠাৎ করে পা পিছলে ৩ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। তখন মামুনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এবং পরবর্তী তাকে স্থানীয় একটি হাসপাতালে দ্রুত নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দীর্ঘ ৯ বছর যাবৎ রাশেদ মামুন জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে, মা-বাবা, ভাই-বোন রেখে গেছেন। এদিকে মামুনের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নিহত মামুনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656