হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল ছোবান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি লোকড়া ইউনিয়নের বামকান্দির বাসিন্দা। এ ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের আব্দুল ছোবানের (৬০) সঙ্গে একই গ্রামের শফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভরপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আব্দুল ছোবান ঘটনাস্থলেই মারা যান। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।