
মুফতি আল-আমিন ইসলাম যুক্তিবাদী
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বীজনা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে শেরপুর হাইওয়ে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর হাইওয়ে থানার এএসআই মহরম আলীর নেতৃত্বে ফোর্সটি অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা মেট্রো ট-২০-১৭৬৩ নম্বরের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে পাওয়া যায় ‘UNJHA’S FAMOUS K.S GOLD JEERA’ নামের ৪০০ বস্তা ভারতীয় জিরা। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১২ হাজার কেজি জিরা উদ্ধার করা হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ সরকার-এর নির্দেশে এসআই জামিল হাসান অনিক ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যান ও জিরাগুলো আইনি প্রক্রিয়ায় থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় কাভার্ডভ্যান চালক মো. বাবুল হোসেন (৩৫), পিতা: মোস্তফা মিয়া, গ্রাম: সন্তেশপুর, উপজেলা: ফরিদগঞ্জ, জেলা: চাঁদপুর এবং হেলপার মো. কামাল তালুকদার (৩৬), পিতা: হানু মিয়া, গ্রাম: বানিয়াচং, উপজেলা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া — এ দুজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার জনাব মো. রেজাউল করিম। তিনি বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে জিরা জব্দের এ অভিযান সিলেট অঞ্চলে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।
আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত পণ্য ও আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।