
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলিদাকান্দায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে হলিদাকান্দা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে এ মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ কাতার বিশিষ্ট এ জামে মসজিদে ৩২৫ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে।
জানা যায়,হলিদাকান্দা গ্রামের প্রবাসীদের ও এলাকাবাসীর আর্থায়নে মসজিদটি পুনঃর্নির্মাণ করা হয়।
হলিদাকান্দা গ্রামের দুবাই প্রবাসী মোঃ আলমগীর জানান, এই মসজিদটি আমাদের গ্রামের ঐতিহ্য। মসজিদটি অনেক পুরোনো হওয়ায় সাধারণ মানুষের ইবাদত বন্দেগি করতে অনেক কষ্ট হত তাই আমারা প্রবাসীরা ও গ্রামবাসীর প্রচেষ্টায় মসজিদটি পুনঃর্নির্মাণ করা হয়। এখন তারা ভালোভাবে ইবাদত বন্দেগি করতে পারবে।
স্থানীয় বাসিন্দা পল্লী চিকিৎসক সবুজ মিয়া জানান, এটি আমাদের গ্রামের সবচেয়ে বড় মসজিদ। মসজিদটি পুনঃর্নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মনে অনেক আনন্দ পাশাপাশি এলাকার মুসল্লীরা আরো অনেক বেশী খুশি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।