
মো. শাহ আলম
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজানগর গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে হলি চাইল্ড মডেল স্কুল।
শনিবার (১৩ই ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর মো. আব্দুল মান্নান চৌধুরী। হলি চাইল্ড মডেল স্কুলের সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় এবং কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশু) ডা. মো. আবুল কালাম, লেফটেন্যান্ট কর্নেল ডা. কে এস এম বায়েজিদ, সমবায় সমিতি অধিদপ্তরের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, হলি চাইল্ড মডেল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. এমরান হোসেন, সমাজসেবক মো. সুলতান আহমেদ, আইডিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক মো. ইসমাইল হোসেন এবং ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ও জেলা যুব প্রতিনিধি মো. শাহ আলম প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিশুদের গড়ে তুলতেই হলি চাইল্ড মডেল স্কুলের যাত্রা শুরু হয়েছে। এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হবে।
অনুষ্ঠান শেষে স্কুল উদ্বোধন উপলক্ষে এলাকার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।