
হাওড় বার্তা
বিশেষ প্রতিনিধি: সকলের তরে সকলে আমরা,প্রত্যেকে মোরা পরের তরে" এই শ্লোগানকে সামনে রেখে হাওলাদার আলোর প্রদীপ একতা সংঘের পথ চলা। অবহেলিত মানুষের পাশে দেখা মিলে একটি নবগঠিত এই সেচ্ছাসেবী সংগঠনটি। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা বিচ্ছিন্ন নওপাড়া ইউনিয়নে অসহায় ১০০ জনের মাঝে এই প্রখড় শীতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন এই সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন শাহ আলম হাওলাদার,নুরে আলম হাওলাদার,আওলাদ হোসেন হাওলাদার,কবির হাওলাদার,রিপন হাওলাদার,মাসুদ হাওলাদার,বোরহান ঢালী,মনির কাজী,চুন্নু হাওলাদার,মাওলানা সোহাইল হাওলাদার,শাহিন হাওলাদার,মোঃসাগর হাওলাদার, ফাইজুল সরদার প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।