শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

হাফিজ কাদিরের প্রার্থীতার দাবিতে উৎসবমুখর ছাতক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

ছাতক (প্রতিনিধি) সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা আসন্ন জাতীয় নির্বাচনে আট দলীয় জোটের প্রার্থী হিসেবে হাফিজ মাওলানা আব্দুল কাদিরকে মনোনীত করার দাবি জানান।

সোমবার বিকেলে শাহজালাল ইসলামী একাডেমির হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল আব্দুল হান্নান। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের অগ্রগতি ও সামাজিক কার্যক্রমের উপর আলোকপাত করেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য এমপি প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির। বক্তারা তাঁর দীর্ঘদিনের দাওয়াতি কার্যক্রম, সামাজিক যোগাযোগ ও এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, স্থানীয় জনগণ তাঁকে বিকল্পহীন প্রার্থী হিসেবে দেখছে।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও মাদরাসা শিক্ষার্থী, তরুণ–যুবক ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শান্তিপূর্ণ মিছিল প্রদক্ষিণ করে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656