
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
ভুক্তভোগী জানান, গত (০৬-০৯-২০২১) রোজ সোমবার কুমারখালী উপজেলার দূর্গাপুর গ্রামের সিরাজ শাহ এর ছেলে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির হারিয়ে যাওয়া Realme RMX-2030- 5iনামের মোবাইল ফোন হারিয়ে গেলে থানায় একটি অভিযোগ দায়ের করে। পরবর্তীতে অভিযোগটি থানার ওসি কুমারখালী থানার এ এস আই মিঠুন ঘোষ এর উপর দায়িত্ব দেয়।
দীর্ঘ একটি মাস পার হয়ে যাওয়ার পর কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম ও কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার এর নির্দেশে কুমারখালী থানার এ এস আই মিঠুন ঘোষ হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার করেন।
পরবর্তীতে উদ্ধার পূর্বক প্রকৃত মালিকানার নিকট মোবাইল ফোনটি হস্তান্তর করেন কুমারখালী থানার এ এস আই মিঠুন ঘোষ।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়ে আব্দুর রাজ্জাক, কুমারখালী থানার এ এসআই মিঠুন ঘোষ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ পুলিশের প্রতি সকলকে আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।