শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

হিরো আলমে’র পক্ষ হতে ৩শত পারিবারের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১০০৩ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা,বানিজ্য ও যোগাযোগ ব্যবস্থা। স্থবির জনপদে গৃহবন্দী কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। কোনোমতে দিনযাপন করছেন তারা।

অমন অবস্থায় মানুষ মানুষের জন্য’ এই মানবিক মূল্যবোধকে ধারন করে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আলোচিত ব্যক্তি এখন হিরো আলম।
তিনি সিনেমায় অভিনয় করেন, গান করেন, রাজনীতি করেন। এসব নিয়ে হরহামেশাই আলোচনা ও সমালোচনার মুখে পড়েন আলম।

তবে নানা সময় তাকে দেখা গেছে সমাজসেবায় অংশ নিতেও, যা মানবিক হিরো আলমকে প্রশংসিত করেছে সবার কাছে। বন্যায় ত্রাণ নিয়ে ছুটে গেছেন, করোনায় অসহায়দের সাহায্য করেছেন
সেই ধারাবাহিকতায় এবার ৩ শত অসহায় পরিবারের মুখে খাবার তুলে দিলেন হিরো আলম।

তিনি নিজেই নিশ্চিত করেন, নিজ এলাকা বগুড়ায় ৩০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করার কথা। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো মুড়ি, ছোলা, খেজুর, চিনি, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় অনেক কিছু।

হিরো আলম বলেন, ‘আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। সবাইকে নিয়ে আনন্দে জীবন কাটাতে চাই।’

শুধু রোজার মাসেই নয়। ঈদের সময়ও সবাইকে সাহায্যের পরিকল্পনা করছেন হিরো আলম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656