
যশোর জেলা প্রতিনিধি।
যশোর জেলার মনিরামপুর উপজেলার মাদানী নগর মাদ্রাসায় উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শুক্রবার সকাল দশটা থেকে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতী ওয়াক্কাস রহ, প্রতিষ্ঠিত মনিরামপুর মাদানী নগর মাদ্রাসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান মুসলিম বিশ্বের আধ্যাত্মিক রাহবার,দারুল উলুম দেওবন্দের সদরুল মুদারিসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আওলাদে রাসুল সায়্যিদ আরশাদ মাদানী।
হেলিকপ্টার যোগে উপস্থিত হন আওলাদে রাসুল আরশাদ মাদানী, এই বিশ্ব বিখ্যাত আলেম কে দেখতে হাজার হাজার জনতা,শত শত আলেম উলামার ঢল নামে।
উক্ত উলামা সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদানী নগর মাদ্রাসার মোহতামীম মাওলানা রশিদ বিন ওয়াক্কাস সাহেব এছাড়াও ওলামা সম্মেলনে খুলনা বিভাগের শত শত আলেম উপস্থিত ছিলেন ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।