


নিজেস্ব প্রতিবেদক : শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপীস্থ হোয়াইট বার্ড একাডেমি’র সহকারী শিক্ষক নিউটন সুত্রধর শুভ কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বরিবার (১০ই নভেম্বর) বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটি সভাপতি এডভোকেট আতাউল হোসেনের সভাপতিত্বে ও একাডেমির ভাইস-প্রিন্সিপাল শহিদুল ইসলাম রেদুয়ান -এর সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্টাতা ও প্রিন্সিপাল আহমদ আল-কবির চৌধুরী, ম্যানেজিং কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ কাশেম চৌধুরী, শিক্ষানুরাগী মনর উদ্দিন, সহকারী শিক্ষক উত্তম সুত্রধর, জহির মিয়া, শাহিনা বেগম, ফাতেমা বেগম সানজিদা, ইমা বেগম প্রমুখ।
বক্তরা বিদায়ী শিক্ষকের সঙ্গে চাকরি জীবনের বর্ণাঢ্য কর্ম ও স্মৃতিচারণসহ ভবিষ্যতে বিদ্যালয়ের প্রতি নজরদারি থাকার আহব্বান করেন।
বিদায়ী সহকারী শিক্ষক নিউটন সুত্রধর শুভ তার কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ করে শিক্ষকদের প্রতি বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে সব শিক্ষককে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

