
রাঙামাটি জেলা প্রতিনিধি
২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার হ্নারা মুখ পাড়া দলীয় কার্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের সুস্থতা কামনা করেন নেতারা।
রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইচিং মারমা বিজয় দিলীপ দাশ, মিঠুল দে, ইদ্রিস মিয়া সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
সভা শেষে নিহতদের সকল কে আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।